Home » উত্তরাঞ্চলের আপোষহীন শব্দ সৈনিক ছিলেন সময়ের রতন সরকার

উত্তরাঞ্চলের আপোষহীন শব্দ সৈনিক ছিলেন সময়ের রতন সরকার

উত্তরাঞ্চলের গণমাধ্যম জগতে একজন প্রতিবাদী শব্দ সৈনিক ছিলেন মরহুম সাংবাদিক রতন সরকার। তার সংবাদে সল্প শব্দে উঠে এসেছিলো এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার চালচিত্র। উঠে এসেছিলো দূর্নীতি ও অনিয়মের নির্জাস জনারন্যে। সবার সাথে আপোষ করলেও সংবাদ দর্শনের সাথে অন্যায়ের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত আপোষ করেননি রতন‌ সরকার।
রোববার (২৩ জুলাই) বিকেলে চেম্বার ভবন হলরুমে রিপোর্টার্স ক্লাব রংপুর এর আয়োজনে প্রয়াত সাংবাদিক রতন সরকারের স্মরন সভায় তার সম্পর্কে এসব কথা বলেন অতিথিবৃন্দ।
রিপোর্টার্স ক্লাবের সভাপতি হালিম আনছারীর সভাপতিত্বে আয়োজিত স্মরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে উত্তরের এই কৃত্তিমান সাংবাদিকের স্মৃতি চারন করেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।
রিপোর্টার্স ক্লাবের সদস্য ও ডিবিসি নিউজের ব্যুরো প্রধান মাজেদ মাসুদের সঞ্চালনায় আয়োজিত স্মরণ সভায় প্রয়াত সাংবাদিক রতন সরকারের স্মৃতি চারনে আরও অংশ নেন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, সাধারণ সম্পাদক শাফিয়ার রহমান, জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানভীর হোসেন আশরাফি, বাসসের জেলা সমন্বয়ক আব্দুল কুদ্দুস, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি আবুল হোসেন বাবলু, জনস্বাস্থ্য অধিকার আদায় আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল আহমেদ,
দৈনিক দাবানল এর নিজস্ব প্রতিবেদক আহসান হাবিব মিলন ও রতন সরকারে ১০ বছরের সহকর্মী শাকিল মাহমুদ প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আধ্যাপক মোজাফফর হোসেন, সহ-সভাপতি তাজিদুল ইসলাম লাল, যুগ্ম সাধারণ সম্পাদক আজম পারভেজ,কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক মিজানুর রহমান লুলু, সাহিত্য সম্পাদক আফরোজা সরকারসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, প্রয়াত সাংবাদিক রতন সরকার রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সদস্য ও সময় টেলিভিশনের রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান ছিলেন। দীর্ঘ দুই যুগের বেশি সময় সাংবাদিকতা পেশায় দেশের প্রধান সারির কয়েকটি গনমাধ্যমে কাজ করে গত ১৩ জুলাই দিবাগত রাত ১২টার দিকে হৃদ রোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *