কেন্দ্রীয় কমিটির নির্দেশে রংপুরেও গাইনি চিকিৎসকদের মানব্বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে নগরীর রংপুর মেডিকেল কলেজ প্রধান ফটকে অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ ও বিএমএর রংপুর জেলা শাখার আয়োজনে এ মানব্বন্ধনে সভাপতিত্ব করেন ওজিএসবি রংপুর জেলা সাধারণ সম্পাদক প্রফেসর ডাঃ শাহী ফারজানা তাসমিন। এসময় বক্তারা বলেন গ্রেফতারকৃত চিকিৎসকদের মুক্তি দেওয়া না হলে আগামী ১৭ ও ১৮ জুলাই দেশজুড়ে দুই দিন ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা ও অস্ত্রোপচার বন্ধের ঘোষণা দেন গাইনি চিকিৎসকরা। এসময় রংপুরের বিভাগীয় প্রধানগন ও গাইনী চিকিৎসকরা মানব্বন্ধনে অংশগ্রহন
নির্বাহী সম্পাদক