Home » ফুলবাড়ী এলপিজি গ্যাস বোঝাই পিক-আপ খাদে অল্পের জন্য রক্ষা পেলেন ড্রাইভার ও হেল্পার

ফুলবাড়ী এলপিজি গ্যাস বোঝাই পিক-আপ খাদে অল্পের জন্য রক্ষা পেলেন ড্রাইভার ও হেল্পার

 

দিনাজপুরের ফুলবাড়ীতে গত ১ জুলাই একই স্থানে ৭টি যানবাহন দুর্ঘটনার স্বীকার হওয়ার দুই দিনের মাথায়  নাভানা ও ফ্রেস এলপিজি গ্যাসেরসহ পিক-আপ খাদে। অল্পের জন্য রক্ষা পেলেন ড্রাইভার ও হেল্পার।

গতকাল ৩ জুলাই উপজেলার শিবনগর ইউনিয়নের ঘুঘুজান তিলাই খালের পাশে নাভানা ও ফ্রেস গ্যাসের সিলিন্ডার বোঝাই পিকআপ ভ্যান প্রতিদিনের মত শিবনগর ইউনিয়ন পরিষদের পাশে গ্যাসের সিলিন্ডার বিক্রেতাদের নিকট গ্যাস পৌছানোর জন্য শিবনগর অভিমূখে রওনা দেয়। এসময় অপরদিক থেকে আসা পাওয়ারট্রিলারকে সাইড দিতে গিয়ে পাশে থাকা খাদে পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পিক-আপে থাকা ড্রাইভার ও হেল্পারকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফুলবাড়ী হাসপাতালে নেওয়া হয় ।

স্থানীয় এলাকাবাসীরা বলেন, বর্তমানে যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে। সেই তুলনায় রাস্তাটি সরু হওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি প্রশস্ত করার দাবি জানান তারা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *