Home » সরকারি খাল অবৈধ দখল, ইউএনও বরাবর এলাকাবাসীর স্মারকলিপি

সরকারি খাল অবৈধ দখল, ইউএনও বরাবর এলাকাবাসীর স্মারকলিপি

সিলেটের জকিগঞ্জ উপজেলায় খাস খতিয়ানভুক্ত সরকারি খাল অবৈধ ভাবে দখল করে নিজের স্বত্ত দাবী করছেন দখলদাররা। এ বিষয়ে আজ ২৬ জুন ২০২৩, সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রেরণ করেন এলাকাবাসী।

স্মারকলিপিতে বলা হয় উপজেলার সখড়া গ্রামের দুলু মিয়ার বাড়ির সম্মুখ হতে (ইলাবাজ-সখড়া দুটি গ্রামের সীমানা খাল) এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি হাওড়ের সাথে সংযুক্ত হয়েছে। গুরুত্বপূর্ণ এই খালটি ইলাবাজ, সাতঘরী, সখড়া, ও এলংজুরি গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র খাল। খাস খতিয়ানভূক্ত এই খালটির দুই পাশ ঠিক থাকলেও মধ্যখানে অত্র এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি মাটি দিয়ে ভরাট করে অবৈধভাবে ভোগদখল করে আসছেন। এজন্য সামান্য বৃষ্টি হলেই পাঁচ-ছয়টি গ্রাম সহ কয়েকটি জনগুরুত্বপূর্ণ রাস্তা পানিতে তলিয়ে যাচ্ছে। বর্তমান বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিষ্কাশনের সুযোগ না থাকায় উল্লিখিত গ্রাম সমূহের প্রধান রাস্তাগুলো সহ কয়েক একর কৃষি জমি পানিতে তলিয়ে গেছে।

জানা যায় উক্ত রাস্তাগুলো পানিতে তলিয়ে যাওয়ার ফলে এলংজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় ও হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের কয়েক শত শিক্ষার্থী সহ বাবুর বাজার, থানাবাজার ও জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী, চাকরিজীবী ছাড়াও এলাকার জনসাধারণের দৈনন্দিন চলাচলে বিঘ্ন ঘটছে। দখলদার ব্যক্তিরা প্রভাবশালী হওয়াতে সাধারণ মানুষ শত কষ্ট ভোগ করেও কাউকে কিছু বলার সাহস পাচ্ছে না।

উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড এর বাসিন্দা আনসার সদস্য জনাব আব্দুর রুফ শুদ্ধবার্তাকে বলেন- “সখড়া গ্রামের কমর উদ্দিন ওরফে কমু ও আব্দুশ শুকুর মিয়ার বাড়ির পাশে খালের ওপর মাটি ভরাট করে নিজের স্বত্ত দাবী করছেন অবৈধ দখলদাররা। এতে করে খালটি দিয়ে অত্র এলাকার পানি চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। আর তাই সামান্য বৃষ্টি হলেই এই এলাকার জনগণের দুর্ভোগের শেষ থাকে না। তিনি আরো বলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন সারাদেশে খাল ও নদী-নালা দখলমুক্ত করবেন। তাই আমরা আশাবাদী ইউএনও মহোদয় বিষয়টি আমলে নিয়ে খালটি দখলমুক্ত করে পানিবন্দি গ্রামগুলোর পানি নিষ্কাশন সুবিধা নিশ্চিত করবেন।”

সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক, সাবেক আনসার কমান্ডার শাহাব উদ্দিন সাবু ও আনসার সদস্য আব্দুর রুফ সহ এলাকার ৭৮ জনের স্বাক্ষর সম্মিলিত এ স্মারকলিপিতে উল্লেখ করা হয় অত্র এলাকার জনজীবনের চরম দূর্ভোগের কথাগুলি। এর একটি করে অনুলিপি ৬নং সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান অফিস ও জকিগঞ্জ প্রেসক্লাবে প্রেরণ করা হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *