রংপুরে একটি নির্মাধীন ভবনের সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।শুক্রবার সকালে নগরীর ছিট কেল্লাবন্দে এঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের মৃতদেহ উদ্ধার করে।
স্বামীকে হারিয়ে বুক আর্তনাদ স্ত্রীর।বাবা কে হারিয়ে অসহায় সন্তান। শুক্রবার সকালে কাজের জন্য বের হয়ে ফিরেন লাশ হয়ে।এলাকাবাসী ও স্বজনরা জানান নির্মাধীন ভবনের সেফটি ট্যাংকের ভিতরে প্রবেশ করেন রাজমিস্ত্রী ঐ ভবনের ঠিকাদার হুমায়ন। জমে থাকে গ্যাসে জ্ঞান হারিয়ে ফেলেন হুমায়ন। তাকে বাঁচাতে নীচে নেমে প্রান হারান লিটন মিয়া বর্ন্না করে এলাকাবাসী ও তাঁর স্বজনরা।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই নির্মান শ্রমিককে উদ্ধার করে ফায়ার সার্ভিস।পরে পুলিশ এসে মরদেহ গুলো ময়নাতদন্তের জন্য হাজিরহাট থানায় নিয়ে আসে।ঘটনার সত্যতা নিশ্চিত করেন
হাজিরহাট মেট্রোপলিটন থানা,আরপিএমপি,রংপুর এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব বসুনিয়া।
নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিক লিটন ও হুমায়ন ঐ একই এলাকার বাসিন্দা বলে জানা যায়।
নির্বাহী সম্পাদক