রবিবার ১৮ জুন, বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর গুণগত মান সনদ গ্রহণ ব্যাতিত ক্লে-ব্রিকস ( ইট) পণ্যটির উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই এর রংপুর বিভাগীয় কার্যলয়ের কর্মকর্তারা রংপুর, নীলফামারী ও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন ইট ভাটায় সার্ভিল্যান্স পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে ২০ টি প্রতিষ্ঠানের সিএম লাইসেন্স না থাকায় নিয়মিত মামলা দায়েরের উদেশ্যে পণ্য জব্দ ও তথ্য সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান সমুহকে ৩ দিনের মধ্যে অবশ্যই আবেদন দাখিল করতে পরামর্শ দেয়া হয়েছে।
এ সকল প্রতিষ্ঠানের মধ্যে, এএসবি ব্রিকস -৩ দোলুয়া, কামারপুর, সৈয়দপুর, নীলফামারি, বিপিএল ব্রিকস দোলুয়া, মুন্সিপাড়া,সৈয়দপুর, নীলফামারি, সুপার ব্রিকস কোং খিয়ার জুম্মা, সেরমস্ত, তারাগঞ্জ, রংপুর, এবিএল ব্রিকস আইসঢাল, কলাবাগান, সৈয়দপুর, নীলফামারি, কাদের ব্রিকস কোং চিকলী বাজার, কামারপুর, সৈয়দপুর, নীলফামারি, বিএস ব্রিকস খিয়ারজুম্মা, তারাগঞ্জ, রংপুর, সাবা চৌধুরী অটো ব্রিকস সেরমস্ত, তারাগঞ্জ, রংপুর, এএসবি ব্রিকস নিমবাগান, চিকলি, তারাগঞ্জ, রংপুর, এনএসবি ব্রিকস খিয়ারজুম্মা, সৈয়দপুর, নীলফামারি, আজান বেকারি কামারপুর, সৈয়দপুর, নীলফামারি, এসএবি ব্রিকস আইসঢাল, হিন্দুপাড়া, সৈয়দপুর, নীলফামারি, এইচ এইচ এ ব্রিকস এন্ড কংক্রিট লিমিটেড ধলাগাছ, বাইপাছ রোড, সৈয়দপুর, নীলফামারি, সাবা চৌধুরী ব্রিকস সেরমস্ত, সৈয়দপুর, নীলফামারি, মাহি ব্রিকস মুশরত ধুলিয়া, শালতিবাড়ি,সৈয়দপুর, নীলফামারি, তাহিয়া ব্রিকস লিমিটেড ময়দাপুর, মুশরত ধুলিয়া, সৈয়দপুর, নীলফামারি, ডিবিএল ব্রিকস সেরমস্ত, তারাগঞ্জ, রংপুর, সোনালী ব্রিকস দোয়ালীপাড়া, তারাগঞ্জ, রংপুর, এমএন ব্রিকস শেরমস্ত, দোয়ালীপাড়া, তারাগঞ্জ, রংপুর, এআরএস ব্রিকস বোতলাগাড়ি, সৈয়দপুর, নীলফামারি, এমবিবি ব্রিকস ক্ষুদ্র বোতলাগাড়ী, সৈয়দপুর, নীলফামারি, এন এন ব্রিকস ফতেজংপুর, ডাঙারহাট, চিরিরবন্দর, দিনাজপুর, টু স্টার ব্রিকস বুমড়িয়া,মন্ডলের বাজার, খানসামা, দিনাজপুর। (২৩) এসএইচ এস ব্রিকস বুমড়িয়া,মন্ডলের বাজার, খানসামা, দিনাজপুর, এবং এমএমকে ব্রিকস বুমড়িয়া, মন্ডলের বাজার, খানসামা, দিনাজপুর উল্লেখযোগ্য ।
উক্ত অভিযানটি পরিচালনা করেন বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যলয়ের মোঃ জাহিদুর রহমান , সহকারী পরিচালক ( সিএম), জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম) এবং ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম)।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় অফিসের প্রধান ও উপ-পরিচালক (মেট্রোলজি) মফিজ উদ্দিন আহমেদ আজকের দেশ ডটকম কে জানান, জাতীয় ও জনস্বার্থে বিএসটিআই এর রংপুর বিভাগীয় অফিসের এধরণের অভিযান অব্যাহত থাকবে এটা একটা চলমান প্রক্রিয়া ।
নির্বাহী সম্পাদক