মঙ্গলবার (৬ জুন) ২০২৩ বিকেল ৫টায় বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেট সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন সিলেট জেলা শাখার নব-নির্বাচিত সভাপতি নিজাম আল-দ্বীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সদরের সাব রেজিস্ট্রার মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সদরের সহকারী আব্দুল মালিক, জেলা রেজিস্ট্রার অফিস সিলেট এর সহকারী আবুল আজিজ, সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট সদর অফিসের মোহরার আতিকুর রহমান, বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবীশ) এসোসিয়েশন সিলেট জেলা শাখার সাবেক সভাপতি মো. সাহাবুদ্দিন, সাবেক সভাপতি এডভোকেট ছালেক আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রদীপ চন্দ্র দে, সিরাজুল ইসলাম, পূর্ণিমা রানী দত্ত, নুর আলম, মুহিত খান, সঞ্জু লাল ধর, রাজু তালুকদার, ফয়জুল আলম, মোতাহার হোসেন, উজ্জ্বল দেব নাথ, মোশাররফ হোসেন, শাওন দেব, তরুন শর্মা, জামিল আহমেদ, আব্দুর রব, হেলাল আহমেদ, এ. এস. এম নোমান, ফয়সল আহমদ, খায়রুল ইসলাম সুমন, আমিনুর রহমান, সুব্রত দত্ত, আব্দুল মালিক, শরিফ মো. আব্দুল্লাহ, দিলোয়ার হোসেন, শামসুদ্দিন, আহসান উল্লাহ, আব্দুল মুকিত, জুনেদ আহমদ, সুজন রায়, মাহতাব হোসেন, সাইফুল ইসলাম, সনুজ কান্তি দাস, বিশ্বজিত দাস, মিহির দে মুন্না প্রমুখ।