Home » ছাতকের শার্জনকে বাঁচাতে বিত্তবানের প্রতি আহবান

ছাতকের শার্জনকে বাঁচাতে বিত্তবানের প্রতি আহবান

দরিদ্র দিন মজুর পিতার সন্তান শার্জনের হার্ট ছিদ্র হয়ে যাওয়ায় তার শারিরীক অবস্থার চরম অবনতি হচ্ছে। তার পরিবার অর্থ সংকটে হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। তার চিকিৎসার খরচ বাবদ ইতিপূর্বে পরিবারের ধার-দেনার পাশাপাশি গ্রামের লোকজনের সহায়তা করে চিকিৎসা চালানো হয়েছে। কিন্তু বর্তমানে তার জীবন বাঁচাতে পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান-দানশীলদের প্রতি সাহায্য প্রার্থনা করা হয়েছে।

দুই সন্তানের জনক শার্জন আলম (৩১) সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের উদয়পুর গ্রামের আলমাছ আলীর ছেলে।

 

 

 

 

জানা যায়, ৬ সদস্যের দিনমজুর শার্জনের পরিবারের লোকজন একবেলা খেতে পারলে আরেক বেলা শিশুদের নিয়ে রোজা রাখেন। অভাবের ঘরে যেন কোন ভাবেই আলোর ঝলক পড়ছে না। চলতি বছরের ফেব্রয়ারীতে হার্টে সমস্যা দেখা দেয় শার্জনের। দীর্ঘদিন ব্যাথায় চটপট করার পর ধার-দেনা করে চিকিৎসকের স্মরণাপন্ন হলেও বর্তমানে তার শারিরীক অবস্থায় মারাত্মক অবনতির দিকে বলে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা তার পরিবারকে জানিয়েছেন। তার হার্টের ছিদ্র বর্তমানে বড় হওয়ায় অতি দ্রুত অপারেশন করতে হবে। এমনকি তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
শার্জনের চাচাত ভাই জুনেদ আহমদ জানান, চলতি বছরের ফ্রেরুয়ারীতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের মেডিসিন ও হৃদরোগের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করেন। পরে গ্রামের লোকজনের সহায়তায় ২৪মে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডাক্তার অধ্যাপক ডা. মো. আমিনুর রহমান লস্কর’কে দেখানো হয়। ওই সময় ডাক্তার পরামর্শ দেন তার উন্নত চিকিৎসার প্রয়োজন। ঢাকায় নিয়ে যেথে কিন্তু অর্থের অভাবে ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি অপারেশন করানো সম্ভব হয়নি। বর্তমানে তার হার্টের অপারেশন করতে হলে প্রায় ৪ লক্ষ টাকার প্রয়োজন। যা দরিদ্র পরিবারের পক্ষ থেকে কোন ভাবেই সম্ভব নয়।
শার্জনের দরিদ্র পিতা আলমাছ আলী ও মাতা কেচরিমালা সমাজের বিত্তবান-দানশীলদের কাছে সন্তানের চিকিৎসার জন্য সাহায্যের আকুতি জানিয়েছেন। সাহায্য পাঠাতে পারেন- বিকাশ 01323455069 (পারসোনাল) অথবা ক্যাম্পেইন ফর শার্জন এর প্রধান সমণ্বয়ক আহমেদ সফির (বিকাশ পার্সোনাল 01729433769 নাম্বারে)।

 

 

 

শার্জনের হার্টের সমস্যার বিষয়ে বিস্তারিত জানতে 01323455069 বা 01721414172 (জুনেদ) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *