উন্নয়নের প্রতীক নৌকা মার্কার সমর্থনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে উন্নয়নের প্রতীক আনোয়ারুজ্জামান চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে সিলেট সিটি কর্পোরেশন আওতাধীন বিভিন্ন এলাকায় গণ সংযোগ লিফলেট ভিতরণ অনুষ্ঠিত। সিলেট সিটি কর্পোরেশন উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সিলেট মহানগর শাখার পক্ষ থেকে কমিটির এড. কিশোর কুমার কর ,সাদিকুর রহমান সাদিক,খন্দকার মহসিন কামরান , এড. মোঃ জাহিদ সারওয়ার সবুজ , ফয়সল কাদির পাওয়েল , শাহান আহমদ চৌধুরী , গোলাম মোওলা চৌধুরী , আব্দুল কাইয়ুম জুয়েল সহ নেতৃবৃন্দরা মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী’র নৌকা মার্কার ৬০০০ (ছয় হাজার) লিফলেট নৌকার প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রদান করেন এবং লিফলেট গ্রহন করেন দিবাকর ধর রাম ও রাহাত তরফদার।আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আলিম জুনেল।
নির্বাহী সম্পাদক