আল-মুছিম স্কুল এন্ড কলেজে সাউন্ড বক্স প্রদান করলেন আলহাজ্ব ইসরাইল আলী হেলথ সেন্টারের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা বিশ্বনাথের শাহাবাজপুর গ্রামের কৃতিসন্তান আলহাজ্ব নেছার আলী লিলু। উল্লেখ্য ৭১ এর বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তানদের সংগঠন মুক্তিযোদ্ধার প্রজন্মর উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, তাদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় গত ১ মার্চ ২০২৩ বুধবার। সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের আল-মুছিম স্কুল এন্ড কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল এর সভাপতিত্বে ও আল-মুছিম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ মানিক মিয়ার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন আলহাজ¦ ইসরাইল আলী হেলথ সেন্টারের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব নেছার আলী লিলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল মুছিম স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক আতিকুর রহমান লিটন, পরিচালনা কমিটির সভাপতি আমিনুল হক দুদু, প্রিন্সিপাল মোঃ মানিক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ চেরাগ আলীসহ গুণীজনরা। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধার প্রজন্ম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল এর অনুরোধে প্রায় বিশ হাজার টাকা ব্যায়ে এই সাউন্ড বক্স প্রদান করেন তিনি। বিদ্যালয়ে সাউন্ড বক্স প্রদান করায় আলহাজ্ব নেছার আলী লিলুর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধার প্রজন্ম নেতৃবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও এলাকাবাসী।
নির্বাহী সম্পাদক