ঘূর্ণিঝড় মোখা’র প্রাদুর্ভাবে দেশের উপকূলীয় অঞ্চলের ন্যায় সিলেটের জকিগঞ্জ উপজেলায়-ও হালকা বৃষ্টির পাশাপাশি বৈরি আবহাওয়া বিরাজ করছে। এমতাবস্থায় বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে পুরো উপজেলা। বিদ্যুৎ না থাকায় সোনালী ব্যাংক জকিগঞ্জ শাখার গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। টাকা উত্তোলন করতে আসা শিক্ষক, ব্যবসায়ীসহ নানা পেশার অনেকের দাবী সকাল ১১ টা থেকে টাকা উত্তোলনের জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা। অনেককে টাকা উত্তোলন না করেই দীর্ঘ অপেক্ষার পর চলে যেতে দেখা গেছে, যাদের টাকার বিশেষ প্রয়োজন এখনো লাইনে দাঁড়িয়ে রয়েছেন বলে মন্তব্য করেন তারা।
ভুক্তভোগীরা আরও জানান- ব্যাংকে দায়িত্বরত অফিসারদের সাথে কথা বললে তাদের সংক্ষিপ্ত জবাব বিদ্যুৎ নেই।
বাবুর বাজারের এক ব্যবসায়ী বলেন, উপজেলায় আরো বিভিন্ন ব্যাংক-বীমা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে বিদ্যুৎ না থাকলেও গ্রাহকদের সেবার লক্ষ্যে আইপিএস বা জেনারেটর এর মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু সোনালী ব্যাংকে শতশত মানুষ টাকা উত্তোলন ও জমা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে বিদ্যুতের অপেক্ষা করছে। এসব মানুষের সেবা প্রদানের জন্য কর্তৃপক্ষের কোনো দায় আছে বলে মনে হচ্ছে না।
এ বিষয়ে বিকাল সাড়ে তিনটায় সোনালী ব্যাংক জকিগঞ্জ শাখার ম্যানেজার তপন কুমার মন্ডল বলেন, সকাল থেকে ব্যাংকের সকল কার্যক্রম চলমান ছিল। কিছুক্ষণ আগে জেনারেটরের সমস্যা হয়েছে, আমরা মেরামতের চেষ্টা করছি, এখনো ইঞ্জিনিয়ার দেখানো হয় নাই দেখানো হলে বুঝা যাবে কি সমস্যা হয়েছে।
প্রতিনিধি