যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের নবাগত উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম শামিম এর মতবিনিময় অনুষ্ঠিত। ৮ মে মঙ্গলবার ২০২৩ বেলা ১১টায় নগরীর টিলাগড়স্থ উপপরিচালক এর কার্যালয়ে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন সিলেট বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ও হলিআর্ট যুব সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি উদ্যোক্তা যুব সংগঠক আশফাক উদ্দিন আহমদ সহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ফখরুজ্জামানের উপস্থিতিতে মতবিনিময় সভায় উপস্থিত বক্তব্য রাখেন যুবসংগঠক এইচ এম সেলিম, হিজরা যুব কল্যাণ সংস্থার সভাপতি সুপত্তা, নূরানী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফাতেমা বেগম, নূরানী টেইলার এর সত্ত্বাধিকারী জাতীয় পদকপ্রাপ্ত সাহিদা আলম, সিলেট বিভাগ ধ্রুবতারার সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, নারী উদ্যোক্তা লাকি বেগম, জেসমিন বেগম, সামিয়া বেগম, রোকসানা বেগম, ২০২২ সালে জাতীয় পদকপ্রাপ্ত আত্মকর্মী ফয়সাল আলম, নিরাপদ সড়ক চাই সাবেক সভাপতি পদপ্রাপ্ত বাবার লস্কর, যুব সংগঠক শেখ তোফায়েল আহমদ সেফুল, কলমযোদ্ধা লিয়াকত আলী খান, সিলেট বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক, জাতীয় প্রশিক্ষিত যুব সংসদ (প্রযুস)’র সাবেক সভাপতি সংগঠক এম নাসির সোজা, বিপ্র দাস বিশু বিক্রম ও জাকির হোসেন, সিলেটের প্রতিনিধি যুব কাউন্সিলর সুলতানা বেগম সহ প্রায় ৩৫টি সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
নবাগত উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম শামিম সিলেটের যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমকে আরো গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে এবং যুবদেরকে স্বাবলম্বী করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে দেশে বেকারত্ব থাকবে না। তিনি বিভিন্ন দাবী-দাওয়া দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন। আগামী দিনে সুন্দরভাবে সবার সহযোগিতায় নিয়ে যুব উন্নয়নের কার্যক্রমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাহী সম্পাদক