Home » বিশ্বনাথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বিশ্বনাথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

সিলেটের বিশ্বনাথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে শনিবার (২৯ এপ্রিল) রাতে ফুয়াদ মিয়াকে (২৩) অভিযুক্ত করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।  অভিযোগে অভিযুক্ত ফুয়াদ মিয়া পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। সে একই গ্রামের ছমির আলীর পুত্র।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার হওয়া কিশোরী ও অভিযুক্ত ফুয়াদ পাশাপাশি ঘরের বাসিন্দা। তারা বাড়ি সম্পর্কীয় পরস্পর চাচা-ভাতিজি হন। ঘটনার (শুক্রবার) দিন দুপুরে প্রতিদিনের ন্যায় বাড়ির পুকুরে গোসল করতে যায় কিশোরী। ওই সময় ফুয়াদ তাকে কৌশলে পুকুর পাড়ের ঝোপ-জঙ্গলে ডেকে নিয়ে যায়। এর এক পর্যায়ে ফুয়াদ ধর্ষণের শিকার হওয়া কিশোরীকে টানা হেচড়া করিয়া মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় কিশোরীর শোর-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ধর্ষক ফুয়াদ মিয়া।

এব্যাপারে থানায় মামলা দায়েরের সত্যতা স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অমিত সিংহ বলেন, ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ফুয়াদ পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *