(লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এ সময় নাতিদের বাঁচাতে গিয়ে নানা কোরবান আলী (৬০) নিখোঁজ হয়েছে। রবিবার দুপুরে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের উজানে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা, ওই উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত ময়েজদ্দিনের পুত্র কোরবান আলী (৫৮) তিস্তা নদীর অপর প্রান্ত থেকে নাতীদের নিয়ে ছোট একটি নৌকায় তিস্তা নদী পার হওয়ার চেষ্টা করেন। নদীর মাঝ পথে বাতাস শুরু হয়। এতে নৌকাটা ডুবে যায়। পরে স্থানীয়রা নৌকা নিয়ে ছুটে গিয়ে নাতীদের উদ্ধার করলেও নানা কোরবান আলী ডুবে নিখোঁজ হয়ে যায়।
হাতীবান্ধা ফায়ার সাভির্সের ইনচার্জ নিরমল কুমার রায় এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযান চলছে।
নির্বাহী সম্পাদক