মঙ্গলবার রাতে রংপুর নগরীর শাপলা চত্বর থেকে খামারের মোড় এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। তাদের অভিযোগ, ছাদের উপর থেকে আগুন নেভাতে গেলে বাড়িল মালিক মাজেদ তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। এই ঘটনার পরও মাজেদ মিয়ার বিরুদ্ধে কোন মামলা না হওয়ায় মরদেহ নিয়ে তারা সড়কে নেমেছেন। পরে রংপুর সিটি করপোরেশনের মেয়রের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। এরআগে গতকাল রংপুর মহানগরীর খামারপাড়ায় একটি বাড়িতে আগুন নেভাতে গিয়ে ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে দুই পুলিশ সদস্যসহ আহত হন ১০ জন। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বলেন, নুর আলম ছাদ থেকে পড়ে মৃত্যু বরণ করেছেন নাকি তাকে ফেলে দেয়া হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
নির্বাহী সম্পাদক