Home » খাজনাঃ ভূমি উন্নয়ন কর যেভাবে দিতে হবে

খাজনাঃ ভূমি উন্নয়ন কর যেভাবে দিতে হবে

জমির খাজনা অনলাইনে পরিশোধের জন্য নিবন্ধন অপরিহার্য। সহজে ভূমিসংক্রান্ত সেবা দিতে এরই মধ্যে বাংলাদেশে ভূমি উন্নয়ন কর ডিজিটাল সফটওয়্যার ব্যবস্থাপনা তৈরি হয়েছে। এর আওতায় নিম্নলিখিত কাগজপত্রসহ এপস এর মাধ্যমে নিজে অনলাইনে রেজিষ্ট্রেশন করার পাশাপাশি উপজেলা ভূমি অফিস/ইউনিয়ন ভূমি অফিস/সংশ্লিষ্ট ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করে জমির হোল্ডিং রেজিস্ট্রেশন বা মালিকানার নিবন্ধন করা যাবে।

যেসব কাগজ লাগবে >>

১. রেকর্ড/ খারিজ খতিয়ানের কপি

২. পূর্ববর্তী দাখিলার কপি

৩. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

৪. সচল মোবাইল ফোন নম্বর।

সশরীরে হাজির না হয়েও জমির মালিকানা সংক্রান্ত তথ্য দিয়ে নিম্নোক্ত উপায়ে নিবন্ধন করা যাবে।

পদ্ধতিগুলো হলো-

১. অনলাইন পোর্টালে (www.land.gov.bd) অথবা (www.ldtax.gov.bd) জাতীয় পরিপয়পত্র বা এনআইডি নম্বর, মোবাইল ফোন নম্বর ও জন্মতারিখ দিয়ে নিবন্ধন করা যাবে।

২. কল সেন্টার নম্বরে (১৬১২২ অথবা ৩৩৩) ফোন করে জাতীয় পরিপয়পত্র বা এনআইডি নম্বর, জন্মতারিখ ও জমির তথ্য দিয়ে নিবন্ধন করা যাবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *