Home » ধর্ষণের অভিযোগে ধর্ষক চাচাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, রংপুর

ধর্ষণের অভিযোগে ধর্ষক চাচাকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, রংপুর

উল্লেখ্য গত ১৮ মার্চ ২০২৩ তারিখ কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার রোশন শিমুলবাড়ী এলাকার মোঃ আব্দুল হামিদ এর ছেলে মোঃ শফিকুল ইসলাম (৩০) এর বিরুদ্ধে সপ্তম শ্রেণ্রীতে পড়ূয়া (১২) ভাতিজী’কে ধর্ষণের অভিযোগে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়। ঘটনার প্রায় দেড় মাস পূর্বে আসামী মোঃ শফিকুল ইসলাম ভিকটিমের বাড়ীতে কেউ না থাকার সুযোগে প্রবেশ করে ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে পুনরায় গত ১৩ মার্চ ২০২৩ তারিখ ভিকটিমের বাড়ীতে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করতে থাকলে ভিকটিমের চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে ধর্ষণরত অবস্থায় আসামী’কে দেখে ফেললে আসামী কৌশলে পালিয়ে যায়। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। গত ১৮ মার্চ ২০২৩ তারিখ দৈনিক জনকন্ঠ পত্রিকায় এবং গত ২১ মার্চ ২০২৩ তারিখ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এছাড়াও ধর্ষণের ঘটনায় জড়িত আসামীকে দ্রুত গ্রেফতার, সুষ্টু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণের লক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ, লিগ্যাল এইড উপ-পরিষদ, কেন্দ্রীয় কমিটি, সুফিয়া কামাল ভবন, সেগুনবাগিচা ঢাকা কর্তৃক মাননীয় মন্ত্রী, স্বরাস্ট্র মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর স্মারকলিপি প্রেরণ করে। উক্ত পলাতক আসামী মোঃ শফিকুল ইসলাম (৩০)’কে গ্রেফতারের জন্য অদ্য ০৪ মার্চ ২০২৩ তারিখে অফিসার ইনচার্জ, ফুলবাড়ী থানা কর্তৃক অধিনায়ক, র‌্যাব-১৩, রংপুর বরাবর একটি অধিযাচন পত্র দায়ের করে। উপরোক্ত বিষয়গুলো আমলে নিয়ে তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে ব্যাপক গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরবর্তীতে সিপিএসসি, র‌্যাব-১৩, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ০৪ এপ্রিল ২০২৩ তারিখ ১৮.১৫ ঘটিকায় আসামী মোঃ শফিকুল ইসলাম (৩০)’কে লালমনিরহাট জেলার আদিতমারী থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ধর্ষণ করার কথা স্বীকার করে এবং বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী মর্মে জানায়। সে আরো জানায় যে, মেয়েটিকে সুযোগ বুঝে জোরপূর্বক ধর্ষণ করে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

রংপুর২৪

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *