Home » বঙ্গবাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমের সমন্বয় করছেন প্রধানমন্ত্রী

বঙ্গবাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমের সমন্বয় করছেন প্রধানমন্ত্রী

রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুনের ঘটনার সার্বিক খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে তিনি এই আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমের সমন্বয় করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। পাশাপাশি বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক , ‘ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চারদিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে, বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ঢাকায় ফায়ার সার্ভিসের যত ইউনিট আছে, সবগুলো ঘটনাস্থলের দিকে যাচ্ছে।’ প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *