মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সীমান্তিক পরিচালিত সীমান্তিক আইডিয়াল স্কুল, সীমান্তিক কলেজ, সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ এবং সীমান্তিক এইচআরডিসি’র উদ্যোগে আজ দিনের প্রথমেই বীর মুক্তিযোদ্ধা ডক্টর আহমদ আল কবির-সীমান্তিক কমপ্লেক্সে নব নির্মিত শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দিনের দ্বিতীয় কর্মসূচি ছিল আলোচনা সভা,মহান স্বাধীনতা দিবসের
এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সীমান্তিক শিক্ষার পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মো. আব্দুর রউফ তাপাদার, এ সময় অনুষ্ঠানদ্বয়ে উপস্থিত ছিলেন সীমান্তিকের ডিইডি কাজী হুমায়ুন কবির এবং ডিইডি পারভেজ আলম, এইচআরডিসির ম্যানেজার ফাতিহা জান্নাত মৌ, ভাইস প্রিন্সিপাল মাছুমা আক্তার, প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন, নার্সিং এর প্রিন্সিপাল পিংকি চৌধুরী, ম্যাটস এর প্রিন্সিপাল ডাক্তার তামান্না খান। এছাড়া স্কুল, কলেজ ও টিটিসি এবং এইচআরডিসির সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সকাল ৮টায় আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের জাতীয় কুচকাওয়াজ এবং খেলাধুলায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিনিধি