সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহান আহমদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার বীরশ্রী ইউনিয়নের পিয়াইপুর নূরানী জামে মসজিদের নির্মাণাধীন ছাদে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের বাবুল আহমদের ছেলে, সোনাপুর মাজহারুল উলুম আলিম মাদরাসার দাখিল নবম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, শাহান পিয়াইপুর নূরানী জামে মসজিদে আছরের নামাজ শেষে সকলের অজান্তে মসজিদের নির্মাণাধীন ছাদে গেলে অসাবধানতাবশত মসজিদের পশ্চিম দিকে থাকা বিদ্যুৎ লাইনে জড়িয়ে পড়ে। এতে তার এক হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে লাইনে জড়িয়ে রয়। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মৃত শাহানের চাচা আব্দুল কাইয়ুম।