Home » বর্ষার আগেই আখাউড়া-আগরতলা রেললাইনের কাজ শেষ করতে ভারতের তাগিদ

বর্ষার আগেই আখাউড়া-আগরতলা রেললাইনের কাজ শেষ করতে ভারতের তাগিদ

 

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার সঙ্গে বাংলাদেশের রেল সংযোগ স্থাপনের কাজ যাতে খুব দ্রুত শেষ করা যায়, সেই লক্ষ্যে দু’দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ব্রাহ্মণবাড়িয়াতে বৈঠকে বসছেন। বৈঠকে এই প্রকল্পের ‘প্রোজেক্ট স্ক্রিনিং কমিটি’র (পিএসসি) সদস্যরা উপিস্থত থাকবেন।

বৈঠকে যোগ দিচ্ছেন এমন একজন ভারতীয় কর্মকর্তা জানান- ‘আমরা চাইছি যে কোনোভাবেই হোক আর বড়জোর মাস তিনেকের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হোক। আমরা বাংলাদেশকে সেই অনুরোধই জানাবো এবং আমরা নিশ্চিত তারাও সেটাই চাইছেন।’

সংশ্লিষ্টরা আরও বলেছেন, আখাউড়া–আগরতলা রেললাইন প্রকল্পটি গুরুত্বপূর্ণ। এই রুটে রেল যোগাযোগ চালু হলে ব্যবসা–বাণিজ্য প্রসারিত হবে, উভয় দেশের নাগরিকেরা উপকৃত হবেন। আখাউড়া থেকে লাকসাম হয়ে চট্টগ্রামে রেলপথ রয়েছে। আখাউড়া থেকে ঢাকাও রেলপথ রয়েছে। এখন আখাউড়া–আগরতলা রেলপথ চালু হলে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেনারবাহী ট্রেন যাবে আগরতলা–ত্রিপুরা। একই সাথে যাত্রীবাহী ট্রেনও চলাচল শুরু হবে। অপরদিকে ঢাকা থেকেও যাত্রীবাহী ট্রেন যাবে। চট্টগ্রাম ও ঢাকার সাথে আগরতলা–ত্রিপুরার ব্যবসা–বাণিজ্যের প্রসার ঘটবে।

আগরতলা ও আখাউড়ার মধ্যে রেল সংযোগ স্থাপিত হলে তা দু’দেশের মধ্যে ট্রেন চলাচলের ‘ম্যাট্রিক্স’টাকেই পুরোপুরি বদলে দেবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর ফলে একদিকে যেমন কলকাতা থেকে সরাসরি এক ট্রেনে চেপে বাংলাদেশের মধ্যে দিয়ে আগরতলায় চলে যাওয়া যাবে, তেমনি বাংলাদেশ থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আগরতলা, শিলচর, ডিব্রুগড়, গুয়াহাটিসহ বিভিন্ন জায়গায় যাওয়া যাবে। এতে করে দুই দেশ উপকৃত হবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *