Home » মাতঙ্গী ষষ্ঠ শারদ সংকলনের মোড়ক উন্মোচন

মাতঙ্গী ষষ্ঠ শারদ সংকলনের মোড়ক উন্মোচন

 

তৃণমূলের নিবেদিত প্রাণ বিভাস বিজয় সম্পাদিত মাতঙ্গী সংকলন ৬ বছরে।১লা অক্টোবর ২০২২ শনিবার বিকাল ৪ ঘটিকায় তুলাপুর মাষ্টার বাড়ী পূজা মন্ডপস্থ তীর্থ সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত “মাতঙ্গী” ষষ্ঠ শারদ সংকলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তীর্থ সাহিত্য পরিষদের সম্পাদক বিভাস বিজয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উন্মোচক বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রীর মুক্তিযুদ্ধা সন্তান রাজিব দাস।
এচাড়া উপস্থিত চিলেন রাজনগর উপজেলা পরিষদের জননন্দিত ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্ত্তী, রাজনগর পৌর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও দৈনিক নয়াদিগন্ত রাজনগর প্রতিনিদি শঙ্কর দুলাল দেব, বালাগঞ্জ পুজা উদযাপন পরিষদের সভাপতি ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, রাজনগর পুজা উদযাপন পরিষদের সাবেক যুগ্ম সম্পাদক বিশিষ্ট শালিশ বেক্তিত্ব এসডি অমল,
তাজপুর ডিগ্রি কলেজের সাবেক জি, এস রাজন দাস, দূর্বার গ্রুপের চেয়ারম্যান রিঙ্কু চক্রবর্ত্তী,
ব্যাংক কর্মকর্তা ও সামাজিক ব্যক্তিত্ব জুনেদ আহমদ,
সমাজ সেবক মোঃ সাজ্জাদ মিয়া, সাহিত্যনুরাগী ও সমাজসেবক গৌরাঙ্গ দাস গৌরা, যুব সংগঠক পদকপ্রাপ্ত বিপ্র দাস বিশু বিক্রম, উদীয়মান তরুণ কির্তনীয়া রাজ কুমার দাস রুবেল, সমাজকর্মী মোক্তারি আহমদ, প্রাইমারি সহকারী শিক্ষক অয়ন দাস, তরুন সমাজ কর্মী পার্থ পাল হৃনয় প্রমুখ।

বক্তারা বলেন মাতঙ্গী সংকলন ধারাবাহিকতা রাখতে ভবিষ্যত উত্তরোত্তর মঙ্গল কামনা সহ সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *