Home » সীমান্তিকের কর্মকর্তা খুন: প্রধান আসামী গ্রেফতার

সীমান্তিকের কর্মকর্তা খুন: প্রধান আসামী গ্রেফতার

সীমান্তিকের  কর্মকর্তা খুন  দক্ষিণ সুরমা থানা পুলিশ কর্তৃক ০৬ ঘন্টায় ক্লুলেস হত্যা মামলার ঘটনার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান। ভিকটিম মৃত মো: আনোয়ার হোসেন (৫১), পিতা-মৃত লতিফ শিকদার, সাং-শ্যামপুর, থানা-ভোলা সদর, জেলা-ভোলা, বর্তমানে-রায়েরবাজার শাখা, ঢাকা সীমান্তিকের এডমিন এন্ড একাউন্ট এর সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত ২২/০৮/২০২২খ্রি: তারিখে সীমান্তিকের একটি ট্রেনিং অংশগ্রহনের উদ্দেশ্যে সিলেটে আসেন।
তিনি সিলেট আসার পর উপশহরের সঞ্চয়ীতা ট্রেনিং শাখায় অবস্থান করেন। গত ২৪/০৮/২০২২খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকা হইতে ০৭.২৫ ঘটিকার মধ্যে যে কোন সময় ভিকটিম মো: আনোয়ার হোসেন কে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর হইতে রেলস্টেশন গামী লিংক রোডস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বীজ ভবন) এর পিছনে পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অজ্ঞাত কারণে শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাত করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে ঘটনাস্থলে ফেলে যায়। ভিকটিমকে উদ্ধার পূর্বক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম মো: আনোয়ার হোসেন কে পরীক্ষা করিয়া মৃত ঘোষণা করেন। ঘটনার বিষয়ে মৃতের ছোট ভাই মোঃ বাবুল শিকদার বাদী হইয়া দক্ষিণ সুরমা থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। যাহার প্রেক্ষিতে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২৪, তারিখ-২৫/০৮/২০২২ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।
অত্র মামলার ঘটনার পরপরেই মাননীয় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাঃ সোহেল রেজা পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় দক্ষিণ সুরমা থানার সহকারী পুলিশ কমিশনার, জনাব মোঃ মাইন উদ্দিন খান এর নেতৃত্বে অফিসার ইনচার্জ জনাব মো: কামরুল হাসান তালুকদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সুমন কুমার চৌধুরী, এসআই/লোকমান হোসাইন, এসআই/আবুল হোসেন, এসআই/শশধর বিশ্বাস, এসআই/শাহিন মিয়া, এএসআই/আমিনুর রহমান, এএসআই/শেখ সাদী, এটিএসআই/ওয়াদুদ, এটিএসআই/শামীম, এটিএসআই/মাজহারুল ইসলাম, কং/সজল দাশ সহ “টিম দক্ষিণ সুরমা” থানার সদস্যগন থানা এলাকার বিভিন্ন স্থানে রাতভর অভিযান পরিচালনা করিয়া ঘটনায় জড়িত সন্দিগ্ধ আসামী মাহফুজুর রহমান বিপ্লব (২০), পিতা-জাহিদুল ইসলাম, মাতা- বিউটি বেগম, সাং-বিরিকুল্লা, থানা-শাহাজানপুর, জেলা-বগুড়া, বর্তমান- মোমিনখলা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট কে গ্রেফতার পূর্বক অদ্য ২৫/০৮/২০২২খ্রি: তারিখ বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আমলী আদালত নং-০২, সিলেট-এ হাজির করা হয়। আসামী মাহফুজুর রহমান বিপ্লব (২০), ভিকটিম মো: আনোয়ার হোসেন হত্যার ঘটনায় দোষ স্বীকার করিয়া বিজ্ঞ আদালতে ফৌ: কা: বি: ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করিয়াছে। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের দ্রæত গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জনাব কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *