সনাতন ধর্মালম্বীদের প্রাণপুরুষ পার্থ সারথি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূর্ত আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে, সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদ জকিগঞ্জের উদ্যােগে পৌরসভাস্থ আলমনগর ঠাকুরপাড়ায় শ্রী শ্রী সত্য নারায়ন মন্দিরে আগামি শুক্রবার দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। এচাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সকল সনাতন ধর্মালম্বীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কমিটির আহবায়ক সজল কুমার সিংহ।