হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ সকালে জাতীয় স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের উদ্যোগে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সীমান্তিকের পরিচালক ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ তাপাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্তিকের চেয়াপার্সন জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. শামীম আহমদ, প্রভাষক মিথিলা রায় ও হারুন রশিদ এর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্তিকের ডিইডি মো. পারভেজ আলম ও কাজী হুমায়ুন কবির। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এইচআরডিসি এর ম্যানেজার ফাতেহা জান্নাত মৌ, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন ম্যাটস এর অধ্যক্ষ ডাক্তার তামান্না, নার্সিং এর অধ্যক্ষ মিসেস পিংকি। আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তারপর ১৫ ই আগস্টের শাহাদতবরণকারী সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক আলমগীর আকন্দ।
প্রতিনিধি