অনলাইন ডেস্কঃ
চলতি বছরই আরও একটি বিসিএসের সার্কুলার পাচ্ছেন সরকারি চাকরিপ্রার্থীরা। ৪৫তম সাধারণ বিসিএস বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সম্ভাব্য সময় নির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন বলছে, আগামী নভেম্বরে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। তবে পদের সংখ্যা জানানো হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, এক বছর আগে ৪৪তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সে আলোকে এক বছর বিরতি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা চলছে। নভেম্বরের যেকোনো সময়ে প্রকাশিত হতে পারে।