সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সরাসরি সম্প্রচারিত স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন অনুষ্ঠান।সম্ভাবনা আর সক্ষমতার প্রতিক পদ্মাসেতুর উদ্বোধন হয়েছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবচেয়ে বৃহৎ অবকাঠামোর এই সেতুর উদ্বোধন করেছেন। ভয়াবহ বন্যার কবলে পড়ায় পদ্মাসেতুর উদ্বোধন উপলক্ষে সিলেটে বড় কোনো আয়োজন ছিল না। মূল উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়েছিল সিলেট।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মাসেতুর উদ্বোধন, সুধী সমাবেশ প্রভৃতি সরাসরি দেখানো হয়। এ সময় সেখানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট রেঞ্জ ডিআিইজি মফিজুর রহমান, সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান, জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমেদ, জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, বাফুফের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মূল উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বেলুন উড়ান অতিথিরা।
পরে জেলা পুলিশের উদ্যোগে আনন্দ র্যালি বের করা হয়।