Home » সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়ালো সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন

সিলেটে বন্যার্তদের পাশে দাঁড়ালো সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন

স্মরণকালের ভয়াবহ বন্যায় অসংখ্য-অগণিত মানুষ আজ ক্ষতিগ্রস্থ। শুকনো খাবারসহ নানাবিদ সমস্যায় তারা আজ ভোগছেন। এমন সময় ত্রাণ সহায়তা নিয়ে অন্যান্যদের ন্যায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
সিলেট বিভাগের হাইকোর্ট আইনজীবীদের উদ্যোগে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন ও অন্যান্যদের সহযোগিতায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন তারা।
শুক্রবার (২৪ এপ্রিল) সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন কমপ্লেক্সে সুপ্রিম কোর্ট এর আইনজীবী এবং চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল সহযোগিতায় সকল ইউপি সদস্যদের উপস্থিতিতে ৭টি ওয়ার্ডের চারশত বন্যার্ত মানুষের মধ্যে বিশুদ্ধ পানিসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর, দিরাই ও শাল­া উপজেলার আট শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন এর সহ-সভাপতি এডভোকেট ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার মোহাম্মদ কামাল হোসেন, সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী, শাহাদাত হোসেন রাজীব, ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু, সৈয়দ ফজলে এলাহী অভি, মুসাল­াহ চৌধুরী, নিজাম উদ্দিন, ফজলুল হক সেলিম, এডভোকেট পলাশ, দৈনিক জাগ্রত সিলেট এর স্টাফ রিপোর্টার বদরুল ইসলাম প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *