বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের ইন্তেকাল করেন ।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল প্রায় ৭৯ বছর। শনিবার সন্ধার পর সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে, তাহাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।
জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও বিশ্বনাথ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান নুনু মিয়া।
শোকাহত জানান বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও সাধারণ সম্পাদক নবীন সোহেল, প্রেসক্লাবের সহসভাপতি এমআর টুনু তালুকদার, কামাল মুন্না, যুগ্ন সম্পাদক মিছবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মশাহিদ আলী, নির্বাহী সদস্য আশিক আলী, রোহেল উদ্দিন, শুকরান আহমদ রানা, বদরুল ইসলাম মহসিন,প্রমুখ।
সিলেট জেলা ধ্রুবতারা ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আবু সুফিয়ান।
শোক বার্তায় পংকি খানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জানা গেছে আলহাজ্ব পংকি খান- দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।