বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌছে
দেয়া বিত্তবানদের নৈতিক দায়িত্ব
…………. শফিকুর রহমান চৌধুরী
সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌছে দেয়া বিত্তবানদের নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো।
বর্তমান সরকার দেশের দুর্যোগকালিন সময়ে পাশে রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত সিলেটের বন্যা পরিস্থিতির খোজ খবর রাখছেন এবং ইতিমধ্যে উন্নয়ন কর্মসূচী গ্রহণের নিদের্শ দিয়েছেন।
তিনি বলেন, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করছে। তারই ধারাবাহিকতায় বন্যায় কবলিত অসহায় মানুষকে ত্রান সামগ্রী প্রদান করছে। আমি সংগঠনের দ্বায়িত্বশীল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।
তিনি ২৪ মে মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ উপজেলার রামাপাশা ইউনিয়নের কাদিপুর ও দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ বাজারে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট জেলা শাখার উদ্যোগে পৃথক পৃথক ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কর্তৃক জাতীয় পুরস্কার প্রাপ্ত সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি জাকির চৌধরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ও ধ্রুবতারা সিলেট বিভাগের সভাপতি ডাঃ নাজরা চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীর, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ কর্মকর্তা আব্দুর রহমান মুসা, ধ্রুবতারা কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কবিরুল ইসলাম কবির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিন, দৈৗলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।
ধ্রুবতারা সিলেট জেলা কমিটির সাধারন সম্পাদক আবু সুফিয়ান এর পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মকদ্দুছ আলী, রামপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার খান, রামপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আহমেদ শরীফ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, আওয়ামীলীগ নেতা আরব শাহ, বাবুল মিয়া, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমেদ ও আখতার হুসেন শেখ, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সহ সভাপতি রুমেনা বেগম , যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন, আসাদ উদ্দিন, প্রচার সম্পাদক নাসির উদ্দীন, অর্থ সম্পাদক রবিউল ইসলাম,সদস্য নাহিদ, কামরুল প্রমুখ।
অনুষ্ঠানে ২ শতাধিক পরিবারের মধ্যে ত্রান বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।