Home » জকিগঞ্জে বন্যার্তদের পাশে সামাজিক সংগঠন আলোর সন্ধানে ইলাবাজ সাতঘরী

জকিগঞ্জে বন্যার্তদের পাশে সামাজিক সংগঠন আলোর সন্ধানে ইলাবাজ সাতঘরী

জকিগঞ্জে আলোর সন্ধানে ইলাবাজ, সাতঘরী”র সৌজন্যে বন্যার্তদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন।

সিলেটের জকিগঞ্জ উপজেলার অন্যতম যুব সংগঠন “আলোর সন্ধানে ইলাবাজ, সাতঘরী” এর সাময়িক কর্মকান্ডের আয়োজনে ২২মে ২০২২ রোজ- রবিবার বিকাল ৩.০০ ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এলাকার বন্যার্ত অসহায় মানুষের মধ্যে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রতিটি উপহার ব্যাগের মধ্যে যা ছিলঃ
১। আতপ চাল = ৮ কেজি
২। মশুর ডাল = ১ কেজি
৩। সয়াবিন তেল = ১ লিটার
৪। আলু = ২ কেজি
৫। পেয়াজ = ২ কেজি
৬। আঠা = ১ কেজি
৭। ওর স্যালাইন = ২ টি

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা – জনাব হিফজুর রহমান, সভাপতি- আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক- সালমান আহমদ, সাংগঠনিক সম্পাদক- সাবেল আহমদ, প্রচার সম্পাদক- রুবেল আহমদ, সদস্য- আব্দুল বাছিত প্রমুখ।
পরিশেষে সংগঠনের সভাপতি উক্ত কাজে যারা অর্থ ও শ্রম সহ সার্বিক সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের জন্য দোয়া চেয়ে সমাপ্তি ঘোষণা করেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *