জকিগঞ্জে আলোর সন্ধানে ইলাবাজ, সাতঘরী”র সৌজন্যে বন্যার্তদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার অন্যতম যুব সংগঠন “আলোর সন্ধানে ইলাবাজ, সাতঘরী” এর সাময়িক কর্মকান্ডের আয়োজনে ২২মে ২০২২ রোজ- রবিবার বিকাল ৩.০০ ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এলাকার বন্যার্ত অসহায় মানুষের মধ্যে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
প্রতিটি উপহার ব্যাগের মধ্যে যা ছিলঃ
১। আতপ চাল = ৮ কেজি
২। মশুর ডাল = ১ কেজি
৩। সয়াবিন তেল = ১ লিটার
৪। আলু = ২ কেজি
৫। পেয়াজ = ২ কেজি
৬। আঠা = ১ কেজি
৭। ওর স্যালাইন = ২ টি
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা – জনাব হিফজুর রহমান, সভাপতি- আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক- সালমান আহমদ, সাংগঠনিক সম্পাদক- সাবেল আহমদ, প্রচার সম্পাদক- রুবেল আহমদ, সদস্য- আব্দুল বাছিত প্রমুখ।
পরিশেষে সংগঠনের সভাপতি উক্ত কাজে যারা অর্থ ও শ্রম সহ সার্বিক সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের জন্য দোয়া চেয়ে সমাপ্তি ঘোষণা করেন।
নির্বাহী সম্পাদক