সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে লামাকাজী, দৌলতপুর, দেওকলস, রামপাশা, বিশ্বনাথ সদর, খাজাঞ্চী, পৌর সদরসহ
অলংকারী ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট, বাড়ি-ঘর, হাট-বাজার, মসজিদ, স্কুল-কলেজ তলিয়ে গেছে।
ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ধানসহ বিভিন্ন ধরনের সবজির। ইতিমধ্যে লামাকাজী ইউনিয়নের মাহতাবপুর এলাকায় নদীর তীরে চলমান ব্লক বসানোর কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলায় তথা সঠিক সময়ে ব্লক না বসানোর কারণে বন্যার পানিতে ভেসে অনেক বাড়ি-ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
উপজেলার বিভিন্ন এলাকায় বসতঘর বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় পরিবার পরিজনের পাশাপাশি গৃহপালিত পশু নিয়েও বিপাকে রয়েছেন মানুষ। সুরমা-কুশিয়ারা নদীর পাশাপাশি উপজেলার বিভিন্ন নদ-নদী, খাল-বিলের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পানি বৃদ্ধির ফলে ইতিমধ্যে সড়ক দিয়ে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ফলে জনসাধারণকে ব্যবহার করতে হচ্ছে নৌকা-ভোরা।
এদিকে উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, সাবেক সাংসদ, সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি শফিকুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহানসহ সরকারী কর্মকর্তা।
অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল জানান, বন্যার পানিতে ইতিমধ্যে ইউনিয়নের ১নং ওয়ার্ড নিমজ্জিত হয়ে গেছে। আর যে হারে পানি বাড়ছে তাতে পুরো ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলার মাহতাবপুর এলাকার নদীর তীরে ব্লক বসানোর কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলার কারণে অনেক বাড়ি-ঘর ভেঙে নদী গর্ভে বিলীন হয়ে গেছে জানিয়ে লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামেই বন্যার পানি প্রবেশ করছে। বেশির ভাগ গ্রামের মানুষ পানি বন্দি রয়েছেন। এলাকার নিম্নাঞ্চল রাস্তাগুলোও তলিয়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান বলেন, বিশ্বনাথের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে আশ্রয়ণ কেন্দ্র হিসেবে ব্যবহার করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে ত্রাণের জন্য ৬ মেট্টিক টন চাল পেয়েছি। আরও ত্রাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি।
সিলেটের সুরমা কুশিয়ারা বরাক ৩ নদীর মোহনার বেড়ীবাঁধ ভেঙে গেছে। সমগ্র সিলেটে
নদীর পানি বিপদ সীমার উপরে পরিস্থিতি। কালের সবচেয়ে বড় বন্যার সম্মুখীন হতে পারে দেশের উত্তর পূর্বাঞ্চল।