সিলেটের গোয়াইনঘাটে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ওয়ার্ল্ড বাংলা ফাউন্ডেশন।
শুক্রবার (২০ মে) দুপুরে উপজেলার ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের চৌধুরীকান্দি গ্রামে ফাউন্ডেশন’র পক্ষ থেকে চিড়া, মুড়ি, গুড়, স্যালাইন ইত্যাদি শুকনো খাবার বিতরণ করা হয়।
এসময় পানিবন্দি মানুষকে শান্তনা দিয়ে প্রধান অতিথি সংগঠনের উপদেষ্টা ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সেক্রেটারি মোঃ আব্দুর রহমান জামিল বলেন, আপনার ধৈর্য্য ধরুন। সাময়িক অসুবিদা আল্লাহ তায়ালা দুর করে নিবেন। আপনারা নিজ নিজ বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন যাতে বানের পানিতে পড়ে গিয়ে আপনাদের কোল খালি না হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে বিশেষ করে সিলেটে সরকার ও বিভিন্ন সংগঠন বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন।
ফাউন্ডেশন’র সাধারন সম্পাদক এসডি সুমেলের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সার্বিক সহযোগীতা করেন
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক,কামরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন’র প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান নগরী, রেড ক্রিসেন্টের আজীবন সদস্য ডা. আব্দুল হাফিজ শাফী, ফাউন্ডেশন’র দপ্তর সম্পাদক সাকী চৌধুরী, সদস্য রুহান আহমদ, সুজন আহমদ প্রমুখ।