অদ্য ১৪/০৫/২০২২খ্রি: তারিখ সকাল অনুমান ০৬.৫৫ ঘটিকায় গোপন সংবাদ প্রাপ্ত হয়ে অফিসার ইনচার্জ এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মো: সোহেল রানা সঙ্গীয় এসআই/কাজী রিপন সরকার, এএসআই/শেখ সাদী, কং/২০৮৭ মো: ছাইদুল ইসলাম সহ দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী-জকিগঞ্জ রোডস্থ রুচি আবাসিক হোটেলের ২য় তলার ১০১নং কক্ষ হতে আসামী ১। সুবেল @ মনাই (২৫), পিতা-সুজন মিয়া, সাং-রাজনপুর, থানা-ফেঞ্চুগঞ্জ, জেলা-সিলেট, বর্তমানে-শাহিন বক্সের কলোনী, কেয়ারটেকার, চায়না ফেরীঘাট, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেটকে আটক করেন। তখন উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করাকালে ধৃত আসামী সুবেল @ মনাই (২৫) এর পরিহিত প্যান্টের ডান পকেট হতে কালো পলিথিনের টুকরায় মোড়ানো অবস্থায় মোট-২১ (একুশ) পিস ইয়াবা ট্যাবলেট যা আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে ১৪/০৫/২০২২খ্রিঃ তারিখ সকাল ০৭.১৫ ঘটিকার সময় এসআই(নিঃ)/মো: সোহেল রানা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৮, তাং-১৪/০৫/২০২২খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।