আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সিলেট রেঞ্জের সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, গণপরিবহনের চালক ও সহযোগী চালকদের সচেতনতা ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে “সড়ক/মহাসড়কে শৃংখলা আনয়ন ও সু-শৃংখল ট্রাফিক নিয়ন্ত্রন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা” অনুষ্ঠিত। অদ্য ২৫/০৪/২০২২ খ্রি. রোজ সোমবার সকাল ১০.০০ ঘটিকার সময় বিভাগীয় কমিশনার কার্যালয়, সিলেট এর বহুতল ভবনের নিচতলা সম্মেলন কক্ষে এ প্রশিক্ষন কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম মহোদয়।
চালকদের মাঝে ওভারেটেকিং, ওভারলোডিং, ওভারস্পিডিং ও ওভারকনফিডেন্সিয়াল এর কুফল সমন্ধে সচেতনতা ও ট্রাফিক আইন মেনে গাড়ী চালনায় উদ্বুদ্ধকরণ, ই-প্রসিকিউশন, আধুনিক শহর ও সড়ক ব্যবস্থাপনায় সকলের মাঝে সড়ক পরিবহন আইন ২০১৮ সম্পর্কে নিরাপদ সড়ক ইঞ্জিনিয়ারিং, নিরাপদ সড়ক এডুকেশন, নিরাপদ সড়ক এনফোর্সমেন্ট সমন্ধে সম্যক ধারণা প্রদানসহ যানজট নিরসনে করনীয় বিষয়ে সিলেট রেঞ্জ পুলিশের ট্রাফিক বিভাগের জন্য কর্মশালাটির আয়োজন করা হয়। এছাড়াও উক্ত প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহন করেন সিলেট মেট্টোপলিটন পুলিশ(এসএমপি)পুলিশের ডিসি ট্রাফিক, টিআই ও সার্জেন্ট পদবীর পুলিশ সদস্যগন। উক্ত প্রশিক্ষন কর্মশালায় সিলেট রেঞ্জ অফিস, রেঞ্জাধীন জেলাসমূহ ও এসএমপির ডিসি ট্রাফিক, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, টিআই, সার্জেন্ট ও টিএসআই পদবীর মোট ৮৯ জন পুলিশ সদস্য অংশ গ্রহন করেন ।
উক্ত প্রশিক্ষন কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব বিপ্লব বিজয় তালুকদার, অতিরিক্ত ডিআইজি(ক্রাইম ম্যানেজমেন্ট), সিলেট রেঞ্জ,সিলেট এবং মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, পিপিএম মহোদয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষন প্রদান করেন জনাব নুরুল ইসলাম, পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স), সিলেট রেঞ্জ সিলেট ও জনাব মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার(মিডিয়া এন্ড ক্রাইম এনালাইসিস), সিলেট রেঞ্জ, সিলেট।
উপস্থিত ছিলেন- জনাব ফয়সাল মাহমুদ পিপিএম, উপ-পুলিশ কমিশনার(ট্রাফিক), জনাব মোঃ শহিদ উল্লাহ, পুলিশ সুপার, হাইওয়ে সিলেট জোন, জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন, পিপিএম, পুলিশ সুপার সিলেট, জনাব মোহাম্মদ জাকারিয়া, পুলিশ সুপার, মৌলভীবাজার, জনাব এসএম মুরাদ আলী, পুলিশ সুপার, হবিগঞ্জ, জনাব খালেদ ইবনে মালেক, অতিরিক্ত পুলিশ সুপার(আইএন্ডসিএম), জনাব রাজীব কুমার দেব, অতিরিক্ত পুলিশ সুপার(এডমিন), জনাব মোঃ নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার(ক্রাইম), জনাব বায়েজিদ বিন মনসুর, স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট রেঞ্জ, সিলেট।
উক্ত সড়ক/মহাসড়কে শৃংখলা আনয়ন ও সু-শৃংখল ট্রাফিক নিয়ন্ত্রন বিষয়ক প্রশিক্ষন কর্মশালার সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ জেদান আল মুসা, পুলিশ সুপার(মিডিয়া এন্ড ক্রাইম এনালাইসিস), সিলেট রেঞ্জ, সিলেট।
This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.