Home » সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে ১২ (বার) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে ১২ (বার) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার

গত ২৬/০৪/২০২২খ্রিঃ তারিখ রাত অনুমান ২০.০৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক জনাব সৈয়দ মাহবুবুর এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ) সুমন চক্রবর্তী, এসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম, কনস্টেবল/১২৯৯ আনোয়ার হোসেন, কনস্টেবল/১০০১ রুবেল আলম, কনস্টেবল/১০৮৩ হাসান আলী-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতয়ালী মডেল থানাধীন কাষ্টঘর রোডস্থ গাজী বোরহান উদ্দিন (রঃ) মার্কেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ আলমগীর হোসেন(৩৫), পিতা-মৃত মফিজুর রহমান (রাজবাড়ী),উপজেলা/থানা- জৈন্তাপুর, জেলা- সিলেট, বর্তমান: ইসলামপুর জিলানীর কলোনী, মেজরটিলা উপজেলা/থানা- শাহপরান (রঃ), জেলা -সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ১২ (বার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট সিলেট কাষ্টঘর এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে।

উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *