Home » রমজান মানুষকে মানবতার কল্যাণের শিক্ষা দেয় -এস এম মুনু মিয়া

রমজান মানুষকে মানবতার কল্যাণের শিক্ষা দেয় -এস এম মুনু মিয়া

স্টাফ রিপোটারঃ সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মুনু মিয়া বলেছেন, সমাজের বিত্তশালীরা অসহায় দুস্থ গরিবের পাশে দাড়ানো আমাদের নবীর শিক্ষা। রমজান মানুষকে পাপ মুক্ত রাখে এবং মানবতার কল্যাণের শিক্ষা দেয়। সমাজ সচেতন লোকজনকে খুজে খুজে বের করে তাদের পাশে দাড়ানো এবং নিজ নিজ অবস্থান থেকে সাহায্য সহযোগিতা করাই হচ্ছে মানবতার ধর্ম। তিনি অসহায় মানুষ যাতে রমজানে কষ্ট না পায় সে জন্য সহযোগিতা হাত বাড়াতে সকলের প্রতি আহবান জানান।
উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নের কামালপুর গ্রামের হাসমত উল্লাহ তালুকদার কল্যাণ ট্রাস্ট্রের উদ্বোধনী অনুষ্টান ও ত্রাণ বিতরণ কালে তিনি প্রধান অতিথির বক্তবে উপরোক্ত কথা বলেন। অনুষ্টানে প্রধান বক্তার বক্তব্য রাখেন, বিশিষ্ট লেখক ও গবেষক এ এইচ এম ফিরোজ আলী। কল্যাণ ট্রাস্ট্রের ট্রাস্ট্রি যুক্তরাজ্য প্রবাসী হারুনুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাছেন, বিশিষ্ট ব্যাংকার তাজ উদ্দিন আহমদ, বিশ্বনাথ পৌর আওয়ামীলীগের আহবায়ক জালাল উদ্দিন জালাল, যুগ্ন আহবায়ক আলতাব হোসেন, যুক্তরাজ্য প্রবাসী তাজ উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক ও সিলেটের সমন্বয়ক ও প্রফেসর হেনা নুরজাহান ও আব্দুল মতিন। অনুষ্টানে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সভায় আসতে না পেরে ভার্চুয়ালে সকলকে শুভেচ্ছা জানান। অনুষ্টানে মোনাজাত পরিচালনা করেন, কামালপুর জামে মসজিদের ইমাম হোসাইন আহমদ। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আসাব উদ্দিন, মুস্তাক আহমদ, আব্দুল কাইয়ুম, আব্দুল রব, দবির মিয়া, আবুল কালাম প্রমুখ। অনুষ্টান শেষে এলাকার দরিদ্র মানুষের মধ্যে পবিত্র রমজান উপলক্ষ্যে চাল, ডাল, তৈল সহ প্রয়োজনী ত্রাণ বিতরণ করা হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *