আজ ২৬/০৩/২০২২ খ্রিঃ সকাল ৮.০০ ঘটিকায় মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে সিলেট আবুল মাল আব্দুল মুহিত ক্রিড়া কমপ্লেক্সে উৎসব মুখর পরিবেশে প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা এবং বেলুন ও ফেস্টুন উড্ডয়ন করা হয়। উক্ত প্যারেড অনুষ্ঠানে সালামী গ্রহণ করেন সিলেট বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, এসএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ নিশারুল আরিফ, সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, সিলেট জেলার জেলা প্রশাসক জনাব মোঃ মজিবর রহমান, সিলেট জেলা পুলিশ সুপার জনাব মোঃ ফরিদ উদ্দিন পিপিএম । এ-সময় এসএমপি ও সিলেট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে প্যারেড অনুষ্ঠিতঃ
