চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রবিবার সুনামগঞ্জের জগন্নাথপুরের ৭ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
এই ৭ ইউনিয়নের মধ্যে ১নং কলকলিয়া ইউনিয়নে সতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী রফিক মিয়া, ২নং পাটলী আওয়ামীলীগ প্রার্থী আঙুর মিয়া, ৫নং ছিলাউরা হলদিপুর বিদ্রোহী আওয়ামী লীগ শহিদুল ইসলাম, ৬নং রানীগঞ্জ আওয়ামী লীগ প্রার্থী শেখ ছদরুল ইসলাম, ৭নং সৈয়দপুর শাহার পাড়া আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসান, ৮নং আষাঢ় কান্দি আওয়ামী লীগ বিদ্রোহী আয়ূবখান, ৯নং পাইলগাও আওয়ামী লীগ বিদ্রোহী মখলুস মিয়া নির্বাচিত হয়েছেন।