জগন্নাথপুর: আজ ২৬ ডিসেম্বর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নে চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৩৭ জন প্রার্থী ভোটযুদ্ধে লড়াই করছেন। তাঁরা হলেন, ১নং কলকলিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলাল হোসেন রানা, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুস সোবহান ও রফিক মিয়া। এ ইউনিয়নে ত্রিমুখি লড়াই হতে পারে। এ লড়াইয়ে তাঁরা ৩ প্রার্থীরই নাম শোনা যাচ্ছে।
২নং পাটলি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আংগুর মিয়া, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক, আতিকুর রহমান আতিক, আবদুল হাই আজাদ ও এনামুল ইসলাম।
৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল গফুর, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বকুল, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরশ মিয়া, মুজিবুর রহমান, আবদুল মমিন ও ইলাছ মিয়া।
৬নং রাণীগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ ছদরুল ইসলাম, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, ছালিক মিয়া, আমান উদ্দিন আহমদ লেচু, সাবেক চেয়ারম্যান মজলুল হক ও সিরাজুল ইসলাম আসিক।
৭নং সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আবুল হাসান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মকসুদ মিয়া, আজহারুল ইসলাম কামালী, সৈয়দ আসাদ হোসেন চৌধুরী ও মুকিতুর রহমান।
৮নং আশারকান্দি ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আইয়ূব খান, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুস ছত্তার, জাতীয় পার্টি মনোনীত শাহ তারেক রহমান নিপু, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, মোহাম্মদ আলী, আহমেদ হোসাইন, লেবু মিয়া ও সৈয়দ জমিরুল হক।
৯নং পাইলগাঁও ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মখলুছ মিয়া, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সুন্দর উদ্দিন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমদ ও দবিরুল ইসলাম।
এদিকে ৯নং জমাত উল্লাহ আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় প্রথম ভোট প্রদান করেন ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রফিক মিয়া। পরে ভোট দেন আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলাল হোসেন রানা।
১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রফিক মিয়া। পরে ভোট প্রদান করেন আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলাল হোসেন রানা।
১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব রফিক মিয়া বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আমি বিজয় হবো ইনশাআল্লাহ। মানুষ যেভাবে আমাকে সমর্থন করেছেন জয়ের ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদি। নির্বাচনে যদি আমি চেয়ারম্যান নির্বাচিত হই, তাহলে অত্র ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে সচেষ্ট থাকবো।
আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলাল হোসেন রানা বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবারের নির্বাচনে সাধারণ মানুষ নৌকা প্রতীককেই বিজয়ী করবে। আমি জয়ের ব্যাপারে সম্পূর্ণ আশাবাদি।
জগন্নাথপুর থানার ওসি ইশতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এখনও পর্যন্ত এখানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করছেন। যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে আমরা সব সময় প্রস্তুত রয়েছি।