Home » সিলেটে বিএনপির সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি

সিলেটে বিএনপির সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি

সিলেটের রেজিস্ট্রারি মাঠে বিএনপি আয়োজিত সিলেটমুক্ত দিবসের সমাবেশে চেয়ার ছোড়াছুড়ি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সমাবেশ শুরুর আগে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রেজিস্ট্রারি মাঠে ছাত্রদলের নেতাকর্মীরা চেয়ার ছোড়াছুড়ি করে। এ সময় সুরমা মার্কেট ও তালতলা এলাকারা ব্যবসায়ীরা আতঙ্কে দোকান-পাট বন্ধ করে দেন। পরে বিএনপির শীর্ষ নেতাদের আধাঘণ্টার প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়।

কয়েকজন ছাত্রদল নেতা জানান, সিলেট মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ সমাবেশ চলাকালে চেয়ারে বসা অন্যদের সরিয়ে নিজে বসেন। এরপর কয়েকজন অনুসারীকে একত্রিত করে চেয়ারে উঠে স্লোগান দেন। এতে যাদেরকে চেয়ার থেকে সরিয়ে দেয়, তারা উত্তেজিত হয়ে চেয়ার ছুড়ে মারে। এরপর রুবেল (পুরানলেন গ্রুপ) ও জেলা যুবদলের সদস্য মকসুদ গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী বলেন, বিএনপির সমাবেশ বানচাল করার জন্য বহিরাগতরা এ ঘটনা ঘটিয়েছে। বিএনপির সমাবেশ দলের কোনও নেতাকর্মী এ ঘটনা ঘটায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, বিএনপির সমাবেশ চলাকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে পুলিশ যাওয়ার আগেই পরিস্থিতি শান্ত হয়ে যায়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *