নিউজ ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে রাশেদ হাসান (১৪) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (৩ জুন) দিবাগত রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সে উপজেলার প্রতিমা বংকী এলাকার কুয়েত প্রবাসী বছির উদ্দিনের ছেলে এবং প্রতিমা বংকী ফাজিল (ডিগ্রি) মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার (২৮ মে) বিকেলে ঢাকা-সাগরদিঘী সড়কের প্রতিমা বংকী এলাকার সবচেয়ে উচুঁ একটি মেহগনি গাছে পতাকা টানাতে ওঠে রাশেদ। গাছে ওঠার এক পর্যায়ে সে পা পিছলে সড়কের চলন্ত একটি বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসের চাকায় পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সাতদিন ধরে চিকিৎসা নেয়ার পর রোববার রাতে তার মৃত্যু হয়।
নির্বাহী সম্পাদক