নিউজিল্যান্ড সফরে গিয়ে অস্বস্তিতে পড়ে গেলো বাংলাদেশ। করোনায় আক্রান্ত হয়েছেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। দলের সফরসঙ্গী ছিলেন তিনি! হেরাথের করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র।
হেরাথের করোনা পরিস্থিতি নিয়ে ওই সূত্র বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হেরাথ করোনা পজিটিভ। তার হালকা জ্বর আছে। তবে অন্য কোনও খেলোয়াড় বা স্টাফ করোনা পজিটিভ হননি।’
জানা গেছে, এই ঘটনায় বুধবার আবারও করোনা পরীক্ষা হয়েছে সবার। এই পরীক্ষার ফল প্রাপ্তির পরই বোঝা যাবে আর কেউ পজিটিভ হয়েছেন কিনা।
নিউজিল্যান্ড সফরে গিয়ে এখন বাধ্যতামূলক ৭ দিনের কোয়ারেন্টিনে রয়েছে বাংলাদেশ দল। করোনায় আক্রান্ত হওয়ায় হেরাথকে আলাদা জায়গায় রাখা হয়েছে। এই মুহূর্তে আইসোলেশনে রয়েছেন সাবেক লঙ্কান এই স্পিনার।
আরও জানা গেছে, যে ফ্লাইটে বাংলাদেশ নিউজিল্যান্ডে গেছে, সেখানে একজন করোনা পজিটিভ হয়েছেন। ওই যাত্রীর করোনা পজিটিভের খবরে সফরকারী বাংলাদেশের ৯ সদস্যের কোয়ারেন্টিনের মেয়াদ বেড়েছে। এদের মধ্যে খেলোয়াড় রয়েছেন ৪জন- অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির আলী, ফজলে রাব্বি ও মেহেদী মিরাজ। টিম ডিরেক্টর খালেদ মাহমুদও এই দলে রয়েছেন। ধারণা করা হচ্ছে এই ৯জন ওই যাত্রীর সংস্পর্শে এসেছিলেন।