Home » সিলেট চেম্বারে সভাপতি নির্বাচন নিয়ে উত্তেজনা

সিলেট চেম্বারে সভাপতি নির্বাচন নিয়ে উত্তেজনা

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচন নিয়ে দুই গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করছে। দুই গ্রুপেই সমান সংখ্যক প্রার্থী পরিচালক পদে নির্বাচিত হওয়ায় সমঝোতার ভিত্তিতে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনকে ঘিরে এ উত্তেজনা তৈরি হয়।

সোমবার (১৩ নভেম্বর) বিকাল ৩ টা থেকে সমঝোতার চেষ্টা করে রাত ১০ টার দিকে উত্তেজনা ছড়ায়। এসময় উভয় পক্ষের বিপুল সংখ্যক সমর্থক জড়ো হন। উত্তেজনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়।

এর আগে গত শনিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত সিলেট চেম্বারের পরিচালক পদের নির্বাচন। এতে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্যানেল- সিলেট ব্যবসায়ী পরিষদ ও সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে ১১ জন করে পরিচালক নির্বাচিত হয়। এর মাঝে ‘সিলেট ব্যবসায়ী পরিষদ’র নেতৃত্ব দিচ্ছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ও ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদ’র নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

দুই গ্রুপের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ থেকে সভাপতি সাবেক সভাপতি আবু তাহের মো. শোয়েব, তাহমিন আহমদ ও ফালাহ উদ্দিন আলী আহমদের নাম দেয়া হয়। অপরদিকে সিলেট ব্যবসায়ী পরিষদ থেকে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে আব্দুর রহমান জামিলের নাম জমা দেওয়া হয়েছে।

কিন্তু সমান সংখ্যক প্রার্থী নির্বাচিত হওয়ায় সোমবার বিকালে চেম্বারের সভাপতি ও দুই সহ-সভাপতি নির্বাচিত করার জন্য সিলেট নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্যরা উভয় গ্রুপকে নিয়ে বসে সমঝোতার চেষ্টা করেন। কিন্তু রাত হলে উত্তেজনা বিরাজ করে। খবর পেয় উপস্থিত হন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *