সিনিয়র সহকারি পুলিশ সুপার সাহিদুর রহমানের তাহিরপুরে যোগদান
ষ্টাফ রিপোর্ট: সুনামগঞ্জ জেলা পুলিশের তাহিরপুর সার্কেল ( তাহিরপুর-জামালগঞ্জ থানা) অফিসার হিসাবে সিনিয়র সহকারি পুলিশ সুপার সাহিদুর রহমান যোগদান করেছেন।
বৃহস্পতিবার তিনি তাহিরপুর সার্কেল অফিসে যোগদান করেন।
তাহিরপুর সার্কেল অফিসে যোগদানের পর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদারের নেতৃত্বে থানার এসএই গোলাম হক্কানী সহ থানা পুলিশ ও সার্কেল অফিসে কর্মরত পুলিশ সদস্যরা সিনিয়র সহকারি পুলিশ সুপার সাহিদুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান।
৩৫ তম বিসিএস (পুলিশ) ক্যাডার সাহিদুর রহমান তাহিরপুর সার্কেল অফিসে যোগদানের পুর্বে সিলেট মেট্রোপলিটন (এমএমপিতে) দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।