তাবলিগের যাওয়ার কথা বলে সিলেটের ওসমানীনগরে গত ২১ দিন ধরে একই গ্রামের চার যুবক নিখোঁজ রয়েছেন। বন্ধ রয়েছে তাদের ব্যবহৃত মোবাইল ফোন। এদিকে, তারা সিলেটের দুটি মারকাজ থেকে তাবলিগ জামায়াতেও যাননি বলে নিশ্চিত করেছে পুলিশের একটি সূত্র।
নিখোঁজ যুবকরা হচ্ছেন উপজেলার দয়ামীর ইউনিয়নের দয়ামীর গ্রামের সোহরাব আলীর ছেলে হাসান সায়িদ (২৪), মানিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম তুহিন (২৪), শেখ শামসুল হক স্বপনের ছেলে শেখ আহমেদ মামুন (২৩) ও মৃত সিরাজুল ইসলামের ছেলে সাদিকুর রহমান (৩৩)। নিখোঁজের ঘটনায় শেখ শামসুল হক স্বপন ওসমানীনগর থানায় জিডি করেছেন।
জানা যায়, গত ১৫ নভেম্বর তাবলিগ জামাতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন উক্ত চার যুবক। কয়েকদিন পর পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করলে নিখোঁজদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তারা কাদের সঙ্গে তাবলিগ জামাতে গেছেন সে ব্যাপারে তথ্য নেই পরিবারের কাছে।
নিখোঁজ শেখ আহমেদ মামুনের পিতা শেখ শামসুল হক স্বপন গণমাধ্যমকে বলেন, তাবলিগ জামাতে যাওয়ার কথা বলে তারা চারজন একসঙ্গে বাড়ি থেকে বের হয়। আর বাড়িতে ফেরেনি বা যোগাযোগও করেনি। অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে থানায় জিডি করেছি। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম আমাদের সাথে কথা বলে তথ্য নিয়েছে। কিন্তু তাদের সন্ধান ২০ দিনেও পাওয়া যাচ্ছে না।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন গণমাধ্যমকে বলেন, নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। তাদের সন্ধানে পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থাও কাজ করছে। বিষয়টি গুরুত্বের সাখে খতিয়ে দেখা হচ্ছে।