Home » গোলাপগঞ্জ পৌরসভার মেয়র রাবেল বরখাস্ত

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র রাবেল বরখাস্ত

সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার মেয়র মো. আমিনুল ইসলাম রাবেলকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। সোমবার উপ সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

তার বিরুদ্ধে ছুটি নিয়ে বিদেশে গিয়ে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত মতবিনিময় সভায় সরকার ও স্থানীয় সরকার বিভাগের বিরুদ্ধে জনহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ধরনের জনহানিকর বক্তব্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ধারা ৩২ এর (খ) ও (ঘ) অনুযায়ী মেয়র পদ থেকে অপসারণযোগ্য অপরাধ।

এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা হয়েছে এবং তা দ্রুত কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

গোলাপগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন আমিনুল ইসলাম।

গত ২৪ নভেম্বর প্রবাসীদের সংগঠন গ্রেটার সিলেট ডেভলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল আয়োজিত মতবিনিময় সভায় দেওয়া বক্তব্যে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

এসময় তিনি মন্ত্রী ও সচিবদের নিয়ে বিরুদ্ধে ৫ পার্সেন্ট দিয়ে ‘ফান্ডিং’ আনার অভিযোগ তুলেন। তার এ বক্তব্য দেশ বিদেশে আলোচনার ঝড় তুলে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *