Home » সিলেটে জাওয়াদের প্রভাব, ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

সিলেটে জাওয়াদের প্রভাব, ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

ঘূর্ণঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কাল রোববার থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আজ সোমবারও। আগামীকাল মঙ্গলবার থেকে জাওয়াদের প্রভাব কাটতে শুরু করবে।

এমন তথ্য জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘এই সময়ে সিলেটের আকাশে মেঘ থাকার কথা ছিল না। কিন্তু জাওয়াদের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন আছে, সামান্য বৃষ্টি হচ্ছে। তবে আমরা যে পরিমাণ বৃষ্টি হবে বলে ধারণা করেছিলাম, তা হয়নি। বৃষ্টি আজ খানিকটা বাড়তে পারে।’

এই আবহাওয়াবিদ জানান, মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। এরপর তাপমাত্রা কমে শীত বাড়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

তবে এখনই শৈত্যপ্রবাহের কোনো আভাস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সাঈদ আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘২০১১-১২ সাল থেকে দেখা যাচ্ছে, শৈত্যপ্রবাহটা জানুয়ারির দিকে সরে যাচ্ছে। আগে যেখানে ডিসেম্বরে শৈত্যপ্রবাহের দেখা মিলতো, এখন তা জানুয়ারির শুরুর দিকে দেখা যায়। এবারও জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে শৈত্যপ্রবাহ আসতে পারে।’

সরকারী আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ফরিদপুরে,৭৬ মিলিমিটার। এছাড়া যশোরে ৬৮ মিলিমিটার, চুয়াডাঙ্গায় ৫০ মিলিমিটার, মাদারীপুরে ৪৫ মিলিমিটার, ঢাকায় ৪৪ মিলিমিটার এবং কুষ্টিয়ায় ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে!

দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩নং স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।
ভারি বৃষ্টি ও জোয়ারের পানিতে উপকূলের কিছু স্থানে বাঁধ ভেঙ্গে বহু গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। ভেসে গেছে ফসলের জমিসহ মাছের ঘের।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *