স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগীয় আয়োজনে বনভোজন ও বিভাগীয় সম্মেলন সম্পন্ন হয়েছে।
(০৩ ডিসেম্বর ২০২১) রোজ শুক্রবার সাত ছড়ি জাতীয় উদ্যানে বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগীয় সভাপতি এম.এ রুমান আহমদ এর সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের কাজল এর পরিচালনায় বাংলাদেশ প্রেস ক্লাব বিভাগীয় বনভোজন ও বিভাগীয় সম্মেলন সম্পন্ন করা হয়।
সম্মেলনে বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগীয় সভাপতি মনোনীত হয়েছেল বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা সভাপতি সাংবাদিক এম.এ রুমান আহমদ ও সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন হবিগঞ্জ জেলা আহবায়ক সাংবাদিক শেখ আব্দুল কাদের কাজল এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেট জেলা সভাপতি আবু সুফিয়ান। বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান কমিটি ঘোষনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান কেন্দ্রীয় কমিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট লুৎফর রহমান প্রধান আইন উপদেষ্টা বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটি ( বাংলাদেশ সুপ্রিম কোর্ট), অনুষ্ঠান উদ্বোধক করেন, এডভোকেট ডক্টর আবু তাহের প্রধান উপদেষ্টা বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ তাজুদুর রহমান উপদেষ্টা বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার, সোহেল আহমদ রাজু যুক্তরাষ্ট্র প্রবাসী ও উপদেষ্টা বাংলাদেশ প্রেস ক্লাব মৌলভীবাজার জেলা শাখা। এছাড়াও সিলেট জেলা, হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা সহ সকল উপজেলা কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।