ডেক্স রির্পোট: বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা আহবায়ক সাংবাদিক আবু সুফিয়ান বক্তব্য বলেন সাংবাদিক আজ সাংবাদিকদের শত্রু। নিজেদের মধ্যে হিংসার হানাহানি। এসব বিভেদ ভুলে জাতির কল্যাণে এবং স্বজাতি সাংবাদিকদের বিপদে আপদে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। সত্যের পথে আমাদের সংগ্রাম ও কলমের যুদ্ধ চলবে। অন্যায়ের কাছে কোন আপোষ নেই।
সিলেটের কৃত্তিসন্তান সুফিয়ান বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা স্বাধীনতাকামী কলম সৈনিকরা সদা জাগ্রত থাকতে হবে।
সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের সকল মিডিয়া কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা জরুরি বলে মনে করেন বাংলাদেশ প্রেসক্লাব (রেজিষ্টেশন নং ৯৮৭৩৬/১২)সিলেট বিভাগীয় সমাবেশে বক্তারা । ৩রা ডিসেম্বর শুক্রবার সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার সাতছড়ি জাতীয় উদ্যানে বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্টাতা ও কেন্দ্রীয় সভাপতি “দেশের সিনিয়র সাংবাদিক” ফরিদ খান প্রধান অতিথির বক্তব্য বলেন সৎ নিরপেক্ষ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশন করে জাতির সেবায় সাংবাদিকরা কাজ করতে হবে।
বক্তব্য রাখেন সুপ্রীম র্কোটের আইনজীবি ও বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় আইন উপদেষ্টা এডভোকেট লুৎতফুর রহমান।
সিলেট বিভাগীয় দায়িত্বশীল ও মৌলভীবাজার জেলা সভাপতি সাংবাদিক এম এ রোমানের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্ত্য রাখেন সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক ও বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি কবি এস.পি.সেবু, সিলেট জেলা শাখার সাংগঠনিক সচিব সাংবাদিক আমীর আলী, লিমন আহমদ এবং মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ থেকে আগত প্রতিনিধি বৃন্দ।